সৈকতে পড়েছিলো মাছটি

সৈকতে পড়েছিলো মাছটি

অনলাইন ডেস্ক

অনেকেই শখ করে অ্যাকোয়ারিয়ামে পালন করেন  অফা ফিস নামের  মাছকে। কিন্তু সেই মাছকে এবার দেখা গেল বিশাল আকৃতি ধারণ করে সমুদ্র সৈকতে পড়ে থাকতে। । অনেকেই এ মাছটিকে আবার মুন নামে ডেকে থাকেন।

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম সমুদ্রের তীরে এ মাছটি কুড়িয়ে পায় ‘সিসাইট’ নামের একটি অ্যাকোয়ারিয়াম সংগঠন। সিসাইট সংগঠনটি মূলত সামুদ্রিক প্রাণিদের সংরক্ষণে কাজ করে থাকে। কুড়িয়ে পাওয়া মাছটির ওজন ৪৫ কেজি বা ১০০ পাউন্ড। এ ধরনের মাছ সচরাচর এত বড় হয় না।

আরও পড়ুনঃ


দ. কোরিয়ার কোন গালিও দেয়া চলবে না উত্তর কোরিয়ায়

তালেবানের হাত থেকে ২৪ জেলা পুনরুদ্ধারের দাবি

কাছাকাছি আসা ঠেকাতে টোকিও অলিম্পিকে বিশেষ ব্যবস্থা


 

সিসাইট অ্যাকোয়ারিয়ামের মহাব্যবস্থাপক কিথ চ্যান্ডলার বলেন, এ ধরনের মাছ খুবই বিরল। মাছটির গঠন খুবই ভালো।

মার্কিন জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (এনওএএ) জানায়, এ ধরনের মাছ লোকালয়ে খুব একটা দেখা যায় না। এরা সমুদ্রের গভীরে বাস করে।  

news24bd.tv/আলী

এই রকম আরও টপিক