কমলো গরুর দাম: হতাশ বিক্রেতারা

কমলো গরুর দাম: হতাশ বিক্রেতারা

অনলাইন ডেস্ক

প্রতিবছরই ঈদুল আজহা সামনে রেখে অনেক পশু ক্রেতা ও বিক্রেতা অপেক্ষা করেন শেষ মুহুর্ত পর্যন্ত। দাম বাড়বে, সে আশায় থাকেন বেশিরভাগ বিক্রেতাই। অন্যদিকে, ক্রেতারা থাকেন দাম কমবে সে আশায়। তবে একেক বছরে দামের হেরফের হয়।

এবছর ঈদের আগের দিনে গরুর দাম নিম্নমূখী। অপেক্ষাকৃত কম দামে পশু কিনতে পেরেছেন ক্রেতারা। তবে বিক্রেতাদের মন কিছুটা খারাপ।

ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, মহামারি করোনার কারণে কোরবানি দেওয়ার হার কিছুটা কমেছে।

আরও পড়ুন

কুঁড়িতেই জীবনের ইতি টানলেন ইসলামী সংগীতশিল্পী মাহফুজুল আলম

আর নেই সড়কে দুর্ভোগ!

না ফেরার দেশে বাংলাদেশের বন্ধু, সাংবাদিক সায়মন ড্রিং

যেভাবে উদ্ধার হলো পরিকল্পনামন্ত্রীর আইফোন

তবে, ঢাকার হাটগুলোতে এবার গরুর উপস্থিতি অনেক। গত কয়েক বছরে গরু উৎপাদনে বাংলাদেশ রেকর্ড অর্জন করেছে। এবার যে পরিমাণ গরু এসেছে, তা চাহিদার তুলনায় অনেকটাই বেশি বলে মনে করছেন ক্রেতা এবং বিক্রেতারা। বাজারে গরু সংখ্যা বেশি থাকায় শেষ দিনে দাম কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

news24bd.tv/এমিজান্নাত