রাজধানী ছাড়তেই নাভিশ্বাস ঘরমুখো মানুষের

রাজধানী ছাড়তেই নাভিশ্বাস ঘরমুখো মানুষের

Other

উপচে পড়া ভিড়, তীব্র যানজট, বাড়তি ভাড়াসহ নানা ভোগান্তি সহ্য করেই ঈদ উদযাপনে বাড়ির পথে সাধারণ মানুষ। চরম দূর্ভোগে ছিলেন, আছেন সড়ক পথের যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা কাটছে যানজটেই। দূর্ভোগ ছিল নৌ-পথের যাত্রীদেরও।

তবে, কিছুটা স্বস্তি রেলযাত্রায়, ছিলনা তেমন সিডিউল বিপর্যয়। যদিও করোনা প্রেক্ষাপটেও বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের ভিড়ে উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি।  

এই চিত্র ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের। সকাল থেকেই তীব্র যানজটে নাকাল ঈদে ঘরমুখো মানুষ।

একই অবস্থা ছিল দেশের বেশিরভাগ মহাসড়কে।

থেমে থেমে বৃষ্টি, দু:সহ যানজট সবমিলে চরম দূর্ভোগ সহ্য করেই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন অসংখ্য মানুষ।

অন্যবারের তুলনায় ভিন্ন চিত্র ছিল রেলপথে। যদিও যারা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেননি তাদের দূর্ভোগ ছিল চরমে।

আরও পড়ুন

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ: দলের খাতায় ৩০ পয়েন্ট যোগ

কুঁড়িতেই জীবনের ইতি টানলেন ইসলামী সংগীতশিল্পী মাহফুজুল আলম

আর নেই সড়কে দুর্ভোগ!

না ফেরার দেশে বাংলাদেশের বন্ধু, সাংবাদিক সায়মন ড্রিং

মানুষের ভিড়ে স্বাস্থ্যবিধি অনেকটাই উপেক্ষিত ছিল নৌপথে। বাড়তি ভাড়া আর লঞ্চের সিডিউল বিপর্যয়ে বারবারই লঞ্চ কর্তৃপক্ষের সাথে তর্কে জড়িয়েছেন যাত্রীরা।

তবে, লঞ্চ চলাচলে নির্দেশনা না মানলে ব্যবস্থা নেয়ার কথা জানায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

news24bd.tv/এমিজান্নাত

এই রকম আরও টপিক