মহাসড়কে বৃহস্পতিবার পর্যন্ত যেসব যান চলাচল বন্ধ

মহাসড়কে বৃহস্পতিবার পর্যন্ত যেসব যান চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আগামী ২২ জুলাই পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধের সিদ্ধান্ত দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ।

মঙ্গলবার (২০ জুলাই) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (ইঞ্জিনিয়ার) শীতাংশু শেখর বিশ্বাসের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার নিমিত্তে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণ কল্পে আগামী ২২ জুলাই তারিখ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ


দ. কোরিয়ার কোন গালিও দেয়া চলবে না উত্তর কোরিয়ায়

তালেবানের হাত থেকে ২৪ জেলা পুনরুদ্ধারের দাবি

কাছাকাছি আসা ঠেকাতে টোকিও অলিম্পিকে বিশেষ ব্যবস্থা


 

তবে জরুরি সার্ভিস, অত্যাবশ্যকীয় পণ্য, পচনশীল দ্রব্য, কোরবানির পশু, জ্বালানি, ওষুধ, ত্রাণ, সংবাদপত্র ও রপ্তানিবাহী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

news24bd.tv/আলী