বাসেই সন্তান প্রসব, পাশে দাঁড়াল পুলিশ

বাসেই সন্তান প্রসব, পাশে দাঁড়াল পুলিশ

অনলাইন ডেস্ক

স্বামী-শ্বশুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গৃহবধূ ফাতেমা খাতুন নাটোর থেকে নিজ বাবার বাড়ি ডেমরায় বাসে করে ফিরছিল। এ সময় বাসটি রূপগঞ্জ উপজেলার ভুলতা ফ্লাইওভার এলাকা পৌঁছালে ফাতেমার প্রসব ব্যথা উঠে।

পথে রূপগঞ্জ উপজেলার ভুলতা ফাঁড়ির ইনচার্জের সহযোগিতায় বাসেই সন্তান জন্ম দেন ফাতেমা খাতুন নামে এক গৃহবধূ।
মঙ্গলবার সকালে উপজেলায় ভুলতা ফ্লাইওভার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজিম উদ্দিন মজুমদার বলেন, গৃহবধূর প্রসব বেদনা উঠলে বাস চালক জরুরি সেবা ৯৯৯ এ কল দেন। ৯৯৯ এ কল পেয়ে উপপরিদর্শক উত্তম কুমারকে সাথে নিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে পুলিশ ভ্যানে করে দ্রুত স্থানীয় ইউএস বাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে যাই।

নাজিম উদ্দিন মজুমদার বলেন, পরে তার একটি ছেলে সন্তানের জন্ম হয়।

ফাতেমা খাতুন বলেন, নাজিম উদ্দিন স্যারকে অনেক অনেক ধন্যবাদ।

আমার পাশে যখন কেউ ছিল না তখন ৯৯৯ এ কল পেয়ে নাজিম স্যার আমাকে হাসপাতালে নিয়ে ভর্তি করান।

ওই গৃহবধূর হাসপাতালে চিকিৎসার খরচ নাজিম উদ্দিন মজুমদার বহন করেন। পরে মা ও সন্তান সুস্থ হলে তার পরিবারকে ফোনে খবর দেন তিনি।

news24bd.tv/আলী