বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক

আজ পবিত্র ঈদুল আজহা। বাঙালি সমাজে এই উৎসব ‘কোরবানির ঈদ’ নামেও পরিচিত।   

আজকের উৎসবে কিছুটা ভাটা পড়তে পারে। কেননা আবহাওয়া অফিস দেশের কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

গতকাল বিকেলে আবহাওয়া কার্যালয়ের সবশেষ বার্তায় এ তথ্য জানানো হয়েছে।  

ঈদের দিনের আবহাওয়ার ব্যাপারে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ঈদের দিন একটানা বৃষ্টির আশঙ্কা নেই, বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যে তা শেষ হয়ে যাবে। তবে ঈদের দিন ঢাকা বিভাগ, খুলনা বিভাগ ও বরিশাল বিভাগে বৃষ্টির আশঙ্কা খুবই কম। সামান্য আকারে বৃষ্টিপাত হতে পারে।

তবে চট্টগ্রাম, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

news24bd.tv নাজিম