জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার চতুর্থ জামাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জুলাই) সকাল ১০টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহিউদ্দীন কাসেম। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক।
এ সময় করোনা ভাইরাসের কবল হতে বিশ্ববাসীর মুক্তি কামনায় মহান আল্লাহ তাআলার রহমত প্রার্থনা এবং দেশবাসীর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এর আগে সকাল ৭টায় প্রথম জামাত। ৮টায় দ্বিতীয় এবং ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
news24bd.tv নাজিম