বঙ্গভবনে রাষ্ট্রপতির ঈদের নামাজ আদায়

বঙ্গভবনে রাষ্ট্রপতির ঈদের নামাজ আদায়

অনলাইন ডেস্ক

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বঙ্গভবনে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। বঙ্গভবনের হলওয়েতে আজ সকাল সাড়ে ৮টাযর দিকে ঈদের নামাজে অংশ নেন তিনি।  

এসময় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে রাষ্ট্রপতির পরিবারের সদস্য ও বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা ঈদুল আজহার জামাতে অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

নামাজ শেষে দেশবাসীর উদ্দেশে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ঈদের শুভেচ্ছা বক্তব্যে বলেন, আশা করি, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা।

তিনি বলেন, কোরবানী আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীর সাথে আনন্দ-বেদনা ভাগাভাগি করে নেওয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়।

আরও পড়ুন:


বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

পশু কোরবানীর আগে ও পরে কিছু সতর্কতা

ঈদুল আজহার নামাজের নিয়ত ও পড়ার নিয়ম


এসময় তিনি সবাইকে সরকার নির্ধারিত স্থানে কোরবানী সম্পন্ন করতে এবং যথাসময়ে কোরবানীর বর্জ্য অপসারণে সচেষ্ট থাকার কথা বলেন।

 

news24bd.tv নাজিম