তিন দিন অচেতন: খাবারের গন্ধে সজাগ

তিন দিন অচেতন: খাবারের গন্ধে সজাগ

অনলাইন ডেস্ক

চীনের হুবেই প্রদেশে পুলিশের জিজ্ঞাসাবাদ থেকে বাঁচার চেষ্টা করে এক সন্দেহভাজন একটি উদ্ভাবনী পরিকল্পনা করেন। তবে খাবারের প্রতি দুর্বলতার কারণে ধরা পড়ে গেছেন তিনি। ধরা পড়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, পুলিশের হাতে আটকের পর তিনি অজ্ঞান হওয়ার ভান করেছিলেন।

টানা তিন দিন অজ্ঞান হওয়ার ভান করে পড়েছিলেন তিনি। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের ডাক্তাররা তার জ্ঞান ফেরাতে মরিয়া হয়ে চেষ্টা চালিয়েছেন। তবে তাদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও কিছুতেই তাকে জাগানো যায়নি।
তবে অবশেষে গরুর মাংসের তরকারি এবং ভাতের সুস্বাদু গন্ধে 'জেগে ওঠেন' তিনি!


আরও পড়ুন

ভারতে অ্যান্টিবডি বাড়ছে

ঝামেলা এড়াতে বাসার পাশেই কোরবানি

স্বামী পর্ন ছবি তৈরির মামলায় গ্রেপ্তার, শিল্পা শেঠির শুটিং বাতিল

আজ ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই


একজন পুলিশ সদস্য রোগীর খাটের পাশেই খাবার খাচ্ছিলেন। তখন লোকটি আর তার উত্তেজনা ধরে রাখতে পারেননি। দ্য গ্লোবাল টাইমকে ওই কর্মকর্তা জানান, ‘ভাতের গন্ধ খুব তীব্র ছিল এবং আমি এটি খাওয়া শুরু করার সঙ্গে সঙ্গে সমস্ত রুমে সুবাস ছড়িয়ে পড়ে। পরে ওই সন্দেহভাজন নড়াচড়া শুরু করেন এবং একপর্যায়ে উঠে পড়েন।

পরে জিজ্ঞাসাবাদে ওই সন্দেহভাজন স্বীকার করেছেন যে তিনি লোভ সামলাতে পারেননি আর প্রচণ্ড ক্ষুধার্ত থাকায় উঠে পড়েছেন।

সূত্র: দ্য গ্লোবাল টাইমস

news24bd.tv/এমিজান্নাত