ভারতের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট দল ঘোষণা

ভারতের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট দল ঘোষণা

অনলাইন ডেস্ক

ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।  

বর্ণবাদী মনোভাবের কারণে রবিনসনকে দল থেকে নিষিদ্ধ করা হয়েছিল। বহিস্কারাদেশের পর তার শাস্তির লঘু মাত্রা জানানো হলে কার্যত তখনই শেষ হয় নিষেধাজ্ঞার মেয়াদ। ফলে দলে ফিরতেও নেই বাধা।

নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে আলো ছড়ানো এই পেসারকে ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্টের দলে ডাকা হয়েছে।

রবিনসন ছাড়াও ফিরেছেন অলরাউন্ডার বেন স্টোকস, যিনি চোটের কারণে বেশ কয়েক মাস মাঠে অনিয়মিত ছিলেন। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নটিংহ্যামশায়ারের হয়ে মাঠে নামা হাসিব হামিদও ডাক পেয়েছেন ১৭ সদস্যের স্কোয়াডে। তিনি ছাড়া দলে আর কোনো চমক নেই।

ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে আরও ফিরেছেন স্যাম কারান ও জস বাটলার। তবে চোটের কারণে এই সিরিজেও ফেরা হচ্ছে না পেসার জফরা আর্চারের।

আরও পড়ুন:


যেভাবে উদ্ধার হলো পরিকল্পনামন্ত্রীর আইফোন

কোরবানির পশু জবাইয়ের নিয়ম ও দোয়া

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট


 

প্রসঙ্গত, আগামী ৪ আগস্ট থেকে ট্রেন্ট ব্রিজে শুরু হবে স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারী ভারতের মধ্যকার পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ।

প্রথম দুই টেস্টে ইংল্যান্ডের স্কোয়াড: জো রুট (ক্যাপ্টেন), জেমস অ্যান্ডরসন, জনি বেয়ারস্টো, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রোলি, স্যাম কারান, হাসিব হামিদ, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ওলি পোপ, ওলি রবিনসন, ডমিনিক সিবলি, বেন স্টোকস ও মার্ক উড।

news24bd.tv/আলী