খুলনায় গরুর হাটে রেকর্ড 
রাজস্ব আদায়

খুলনায় গরুর হাটে রেকর্ড রাজস্ব আদায়

Other

খুলনায় জোড়াগেট কোরবানীর পশুর হাটে এবার সর্বোচ্চ দুই কোটি ৪৩ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। গত বছর এই হাটে রাজস্ব আদায় ছিল এক কোটি ১৭ লাখ টাকা। কেসিসির বাজার সুপার মো. সেলিমুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বুধবার ঈদের দিন সকাল পর্যন্ত হাটে প্রায় ছয় হাজার পশু বিক্রি হয়েছে।

   

জানা যায়, গত ১৫ জুলাই সিটি করপোরেশনের উদ্যেগে জোড়াগেটে এই পশুর হাট চালু হলেও প্রথমদিকে গরুর বেচাকেনা খুব একটা ছিল না। ঈদের দু’দিন আগে থেকে হাটে ক্রেতার সমাগম বাড়তে থাকে। তবে গত বছরের তুলনায় এবার গরুর দাম ছিল বেশি। বিশেষ করে বড় গরুর থেকে মাঝারি আকারের গরুর দাম বেশি।

 

সিটি করপোরেশনের বাজার সুপার মো. সেলিমুর রহমান জানান, শহরের বাড়িতে গরু কিনে রাখার জায়গা নেই। এ কারণে তারা ঈদের দু’এক দিন আগে গরু কেনেন। এবারও তাই হয়েছে। আশেপাশের গ্রামের হাট শেষ হলে সব গরু শহরের হাটে চলে আসলে হাট জমাজমাট হয়ে ওঠে। ঈদের আগের দিন কয়েকদফায় বৃষ্টি হলেও বেচাকেনায় তেমন প্রভাব ফেলেনি।  

আরও পড়ুন


দুটি গরু ও ৬ টি ছাগল কোরবানি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

একটি গরু ও একটি ছাগল কোরবানি দিলেন খালেদা জিয়া

ঈদের নামাজ পড়ে ৪৮ বাংলাদেশি আটক

ভারতে অ্যান্টিবডি বাড়ছে

ঝামেলা এড়াতে বাসার পাশেই কোরবানি


news24bd.tv / কামরুল