হিরো আলমকে দেখে বিনোদন নয়, সেটা আপনার বিকৃতি!

হিরো আলমকে দেখে বিনোদন নয়, সেটা আপনার বিকৃতি!

Other

হিরো আলমকে দেখে আপনারা যে আনন্দটা পান সেটা বিনোদন নয়, সেটা আপনার বিকৃতি। কারণ আপনি তার দক্ষতায় মূগ্ধ হন না, আপনি তার অপারগতায় আনন্দ পান৷ 

এটা একধরণের বিকৃত বিনোদন। কারো 'হতে না পারা' দেখে, ব্যর্থ চেষ্টা দেখে আনন্দ পাওয়া। আপনি তার অভিনয়ে মজা পান না, আপনি তার 'না হওয়া অভিনয়'টা দেখে মজা নেন।

 

আপনার এই মধ্যবিত্তসুলভ ভন্ডামির পেছনে আছে নিজের ব্যার্থতার প্রতিশোধ। আপনি নিজে কিছু পারেন না। কিন্তু ভান করেন চাইলেই পারতেন৷ আপনার কোন সংগ্রাম নেই, কিন্তু ভান করেন আপনি বিপ্লবী। আপনি শ্রেনী বৈষম্য টিকিয়ে রাখছেন, পিষ্টও হচ্ছেন কিন্তু হিরো আলমকে হিরো বানিয়ে ভান করছেন আপনি শ্রেনী সংগ্রামী।

 

আপনার শিল্প সৃষ্টির ক্ষমতা নেই। তাই অনাসৃষ্টি নিয়ে মজা লুটেন। সেটা ঢাকতে আবার ভান করেন একটা সংগ্রামী ছেলেকে সাপোর্ট দিচ্ছেন৷ 

এই ভন্ড মধ্যবিত্ত ইলিয়াস কাঞ্চন, জসিমদের নিয়েও ট্রল করে৷ নিজেরা কিছু পারেনা৷ ট্রলেই তার মুক্তি, তাচ্ছিল্যেই তার একমাত্র ধ্যান জ্ঞান, ক্রিয়েটিভিটি৷ হিরো আলম তাকে সে সুযোগ করে দেয়। ফাও হিসেবে দেয় সংগ্রামী জীবনের এক চিমটি উস্কানি।  

এই জাতি অন্তরে পাপবোধ নিয়ে শিল্প উপভোগ করে৷ তাই দিন শেষে অসুখী। অভিনয় শিল্পে শিল্প না খুঁজে  খোঁজে সিউডো স্ট্রাগলের উপাদান। কারণ বাস্তব জীবনে তার স্ট্রাগলে অনীহা৷ এই জটিল মধ্যবিত্তের শিল্পবোধ থাকলে এদেশে সিনেমা বেঁচে যেত। শিল্পকলা বেঁচে যেত৷ 

কেউ কেউ বলেন হিরো আলম দেখতে নায়কোচিত নয়, চকচকে নয় বলেই কি  আমাদের আপত্তি? না সেরকম চেহারা না থাকলেও যে নায়ক হওয়া যায় তার উদাহরণ এই বাংলাদেশেই ছিল। হুমায়ুন ফরিদী, জহির উদ্দিন পিয়ার, ফজলুর রহমান বাবু, জসিম কিংবা হালের মোশাররফ করিম। এটা বুঝানোর জন্য হিরো আলম লাগেনা। শুধু এই বোধ টুকু থাকা জরুরি যে, অভিনয় কলায় অভিনয় দক্ষতাটুকু লাগবেই৷ 

বাংগালি মধ্যবিত্ত এইসব কলাফলাকে কেয়ার করেনা৷ নিজের হিরোদেরই অপমান তাচ্ছিল্য করে এসেছে এতকাল। এখন হিরো আলমকে মাথায় তুলে তার ছিদ্র ঢাকছে। এ এক জটিল মনস্তত্ত্ব। গভীর গবেষণার বিষয়।

লেখাটি লেখক গুলজার হোসেন উজ্জলের ফেসবুক থেকে নেয়া হয়েছে। (সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

আরও পড়ুন


দুটি গরু ও ৬ টি ছাগল কোরবানি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

একটি গরু ও একটি ছাগল কোরবানি দিলেন খালেদা জিয়া

ঈদের নামাজ পড়ে ৪৮ বাংলাদেশি আটক

ঝামেলা এড়াতে বাসার পাশেই কোরবানি


news24bd.tv / কামরুল