যে কারণে ভারতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা

যে কারণে ভারতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা

অনলাইন ডেস্ক

করোনায় তাণ্ডবে গোটা ভারতের চিকিৎসা ব্যবস্থায় কার্যত ভেঙ্গে পড়ে। এরই মধ্যে এবার ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক সংক্রমণ নিয়ে। ইতোমধ্যে ছত্রাকটিকে মহামারি হিসেবে ঘোষণা করেছে দেশটির সরকার।  

এ পর্যন্ত ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে ৪ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৩৭৪ জন।  

ভারতীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া এ তথ্য জানিয়েছেন।

ব্ল্যাক ফাঙ্গাস মূলত নাক, চোখ এবং মস্তিষ্কে সংক্রমণ ঘটিয়ে থাকে। করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়ার ১২ থেকে ১৮ দিনের মধ্যে অনেকে এই ছত্রাকের আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের অনেককে নতুনভাবে চিকিৎসা নিতে হচ্ছে।

আরও পড়ুনঃ


দ. কোরিয়ার কোন গালিও দেয়া চলবে না উত্তর কোরিয়ায়

তালেবানের হাত থেকে ২৪ জেলা পুনরুদ্ধারের দাবি

কাছাকাছি আসা ঠেকাতে টোকিও অলিম্পিকে বিশেষ ব্যবস্থা


 

মূলত করোনার চিকিৎসায় ব্যবহৃত স্টেরয়েডের সঙ্গে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের যোগসূত্র রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।  

এছাড়া ডায়াবেটিক রোগীদের এ ছত্রাকে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ সাইনাস, মস্তিষ্ক ও ফুসফুসের ক্ষতি করে। ডায়াবেটিস, ক্যান্সার এবং এইচআইভি এইডসে আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি প্রাণঘাতী হতে পারে।

news24bd.tv/আলী