উন্নয়নে বদলে যাচ্ছে উত্তরের রাজধানী খ্যাত রাজশাহী

Other

চার লেনের একাধিক সড়ক ও দুটি ফ্লাইওভারের কাজ প্রায় শেষ। পাশাপাশি নগর মহাপরিকল্পনার অংশ হিসেবে আরো ১৫টি সড়ক নির্মাণের প্রকল্প হাতে নেয়া হয়েছে। বলছি, রাজশাহীর কথা। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে বদলে যাবে নগরীর সড়ক যোগাযোগের চিত্র।

 

রাজশাহী শহরে এখন দুটি ফ্লাইওভার দৃশ্যমান। এর মধ্যে একটির কাজ শেষ হয়েছে। ১৮২ কোটি টাকা ব্যয়ে রাজশাহী-নওগাঁ ও নাটোর সংযোগ সড়ক নির্মাণকাজও শেষ করেছে সিটি করপোরেশন।

কাজ চলছে অক্ট্রয় মোড় থেকে খড়খড়ি বাইপাস, আলুপট্টি থেকে তালাইমারী ও নগরীর রেলগেট থেকে নওহাটা র্পযন্ত সড়ক চারলেনে উন্নীতকরণ।

এসব প্রকল্প শেষ হলে নগরায়ন, যানবাহন চলাচল, নাগরিক যোগাযোগে নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করছেন নগরবাসী।

মানুষের শহরমুখি হওয়ার প্রবণতাকে গুরুত্ব দিয়ে সড়ক যোগাযোগে কাজ করছে সিটি করপোরেশন। আগের মেয়াদে নেয়া প্রকল্পগুলো শেষ করতে মনোযোগ দেয়া হচ্ছে বলে জানান সিটি মেয়র।

আরও পড়ুনঃ


দ. কোরিয়ার কোন গালিও দেয়া চলবে না উত্তর কোরিয়ায়

তালেবানের হাত থেকে ২৪ জেলা পুনরুদ্ধারের দাবি

কাছাকাছি আসা ঠেকাতে টোকিও অলিম্পিকে বিশেষ ব্যবস্থা


 

এখন প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্প আছে সিটি করপোরেশনের হাতে। তবে সময়মতো সরকারি র্অথ বরাদ্দ না পেলে প্রকল্প এগিয়ে নেয়া কঠিন হবে, বলছেন মেয়র।

আগামী চার বছরে এই প্রকল্পগুলো শেষ হলে যোগাযোগের নতুন দিগন্তে প্রবেশ করবে রাজশাহী।

news24bd.tv/আলী