চালু হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু জে হোটেল সাংহাই টাওয়ার

Other

চীনের সাংহাই বিলাসবহুল সব হোটেলের জন্য বিখ্যাত। গত ১৯ জুন সেখানে নতুন করে চালু হয়েছে জে হোটেল সাংহাই টাওয়ার। বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল হিসেবে সাংহাই টাওয়ারকে দাবি করেছে কর্তৃপক্ষ।  

চীনের সবচেয়ে উঁচু ভবন সাংহাই টাওয়ার।

সাংহাই এর একেবারে অন্য মাথা থেকেও দেখা যায় এই সুউচ্চ টাওয়ারটি। ৬৩২ মিটার উঁচু ভবনটির টপ ফ্লোরেই রয়েছে জে হোটেল। হোটেলটিতে কক্ষ রয়েছে ১৬৫টি, যার মধ্যে ৩৪টি স্যুইট। প্রতিটি কক্ষের সঙ্গে ইন্ডোর সুইমিং পুল, হার্মিস অ্যান্ড ডিপ্টিকের টয়লেট্রিজ, ম্যাগনোলিয়া পাপড়ি আকারের বাথটাব, আর রয়েছে স্পা।

বিশ্বের সর্বোচ্চ এই হোটেলটির সবচেয়ে কমদামী কক্ষেও প্রতি রাত কাটাতে খরচ হবে প্রায় ৫৫৭ মার্কিন ডলার। জে হোটেলের মালিক জিন জিয়াং ইন্টারন্যাশনাল। এটি চীনের অন্যতম বড় হোটেল ও ট্যুরিজম গ্রুপ। এছাড়াও এটি রাষ্ট্রীয় মালিকানাধীন অ্যাসেট সুপারভিশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কমিশনের অংশ।


নাসির প্রেমিক না আমার বন্ধু : মডেল মিম

আমার বয়ফ্রেন্ড নিয়ে আমিও মজায় আছি : নাসিরের সাবেক প্রেমিকা

বউ যেন এদিক-ওদিক ভাইগা না যায় : নাসিরের সাবেক প্রেমিকা (ভিডিও)


 

এশিয়ার সবচেয়ে উঁচু এই ভবনটিকে সর্বোচ্চ হোটেল হিসেবে দাবী করা হচ্ছে। যদিও দীর্ঘ হোটেলের স্বীকৃতি তারাই পায় যেগুলোর পুরো ভবনটিই হোটেল হিসেবে ব্যবহার হয়। অন্যদিকে সাংহাইয়ের জে হোটেল কেবল একটি ভবনের উপরের অংশে অবস্থিত।

news24bd.tv/আলী