খুলনায় করোনায় মৃত্যু ফের দুই অঙ্কের কোটায়

খুলনায় করোনায় মৃত্যু ফের দুই অঙ্কের কোটায়

Other

খুলনায় একদিন পর করোনায় মৃত্যু আবারও দুই অঙ্কের কোটায় পৌঁছেছে। গত ২৪ ঘন্টায় বৃহস্পতিবার সকাল ৯টা খুলনার চারটি হাসপাতালে করোনায় দশ জনের মৃত্যু হয়েছে।  

এর আগে ২১ জুলাই করোনায় আক্রান্ত হয়ে দুই অঙ্কের নীচে ছয় জনের মৃত্যু হয়। এছাড়া খুলনায় ২০ জুলাই ১৩ জন, ১৯ জুলাই ১৩ জন, ১৮ জুলাই ২৪ জন ও ১৭ জুলাই আরও ১১ জন মারা যায়।

 

গত ২৪ ঘন্টায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছে খুলনার সোনাডাঙ্গা এলাকার হাসিনা বেগম (৭৫), ডুমুরিয়া ফাতেমা খাতুন (৬৫) নড়াইল লোহাগড়া হোসনেআরা বেগম (৪৫)। সিটি মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন খুলনার টুটপাড়ার অনিমা রানী (৬৫) ও রূপসার রাজাপুর গ্রামের বাদশা মিয়া (৬৫), গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন খুলনার আহসান আহমেদ রোডের মো. বদরুদ্দিন (৭৮), নিরালা আবাসিক এলাকার আব্দুস সালাম (৬৬), ঝিনাইদহের কোটচাঁদপুর মো. মুনসুর (৭০), গোপালগঞ্জ কাশিয়ানী মুন্সি বাবর আলী (৬৭), আবু নাসের হাসপাতালে মারা গেছেন খুলনার খালিশপুর লাল হাসপাতাল রোডের শিরিন আক্তার (৬০)।

জানা যায়, খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও আবু নাসের বিশেষায়িত হাসপাতালে বর্তমান রোগী ভর্তি রয়েছে ৩২৫ জন। ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে ১৮ জন।

সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩১ জন।   

খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে গতকাল ১৩৯ জনের নমুনা পরীক্ষায় ৫১ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে খুলনা নগরী ও জেলার ১২৫ জনের নমুনা পরীক্ষায় ৪৭ জনের নমুনা শনাক্ত হয়। এছাড়া বাগেরহাটে ১, যশোরে ২ ও নড়াইলের ১ জন করোনা শনাক্ত হয়েছেন।   

আরও পড়ুন:


হজে প্রথমবারের মতো নিরাপত্তার দায়িত্বে সৌদি নারী সেনা

ফরজ গোসল অবহেলার শাস্তি

আমেরিকাকে প্রতিহত করতেই রাশিয়া হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র নির্মাণ করছে: পেসকভ

৫০ হাজার টাকা বেতনে লোক নেবে আকিজ বিড়ি ফ্যাক্টরি


news24bd.tv / কামরুল