করোনা: কুষ্টিয়ায় একদিনে ১৪ জনের মৃত্যু

করোনা: কুষ্টিয়ায় একদিনে ১৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জনের করোনা পজিটিভ ছিলো। আর ৪ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২১ জুলাই সকাল ৮টা থেকে ২২ জুলাই সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৮২টি নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৬১ শতাংশ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে ১৮৬ জন করোনায় আক্রান্ত রোগী ও ৫৫ জন উপসর্গ নিয়ে মোট ২৪১ জন ভর্তি রয়েছেন।

আরও পড়ুন:


হজে প্রথমবারের মতো নিরাপত্তার দায়িত্বে সৌদি নারী সেনা

ফরজ গোসল অবহেলার শাস্তি

আমেরিকাকে প্রতিহত করতেই রাশিয়া হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র নির্মাণ করছে: পেসকভ

৫০ হাজার টাকা বেতনে লোক নেবে আকিজ বিড়ি ফ্যাক্টরি


এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৮২ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫.৬১ শতাংশ। এ নিয়ে জেলায় ৪৬০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

news24bd.tv নাজিম