৩৫০০ কোটি টাকায় খুলনা-দর্শনা রেলপথ হবে ‘ডাবল লাইন’

৩৫০০ কোটি টাকায় খুলনা-দর্শনা রেলপথ হবে ‘ডাবল লাইন’

নিজস্ব প্রতিবেদক

খুলনা থেকে চুয়াডাঙ্গার দর্শনা পর্যন্ত ১২৬ কিলোমিটার রেলপথ ডাবল লাইনে উন্নীত করতে সাড়ে ৩ হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে সরকার।

ভারত সরকারের দ্বিতীয় লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার যোগান দেওয়া হবে এ প্রকল্প বাস্তবায়নে। বাকি ৮০০ কোটি টাকা আসবে সরকারের নিজস্ব তহবিল থেকে।

আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভার পর এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘বর্তমান সিঙ্গেল লাইনের কারণে দু’টি ট্রেন চলাচলে দীর্ঘ সময় লাগে। ডাবল লাইন নির্মাণ হলে দুর্ভোগ কমবে, সময় বাঁচবে। ’

তিনি বলেন, এ প্রকল্পের আওতায় খুলনা থেকে চুয়াডাঙ্গার দর্শনা পর্যন্ত ১২৬ দশমিক ২৫ কিলোমিটার ব্রডগেজ রেলপথ ডাবল লাইনে উন্নীত করা হবে।

news24bd.tv

এছাড়া ১৪ দশমিক ৪০ কিলোমিটার নতুন ব্রডগেজ লাইন নির্মাণ, একটি মেজর ও নয়টি মাইনর ব্রিজ, ১৩০টি আরসিসি বক্স কালভার্ট, সাতটি স্টেশন বিল্ডিং নির্মাণ, নয়টি স্টেশন বিল্ডিং সংস্কার, ২৫টি প্ল্যাটফর্ম নির্মাণ এবং সিগন্যালিং সিস্টেম স্থাপন করা হবে।

মন্ত্রী জানান, মঙ্গলবারের বৈঠকে ১৩ হাজার ২৮৮ কোটি টাকার মোট ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে প্রায় ৭ হাজার ৫০ কোটি টাকা, সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৪২ লাখ টাকা এবং প্রকল্প সহায়তা বাবদ প্রায় ৬ হাজার ২০০ কোটি টাকার যোগান দেওয়া হবে।

বৈঠকে অনুমোদন পাওয়া অন্য প্রকল্পগুলো হলো:

♻ চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপ উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প; ব্যয় ৩১৮ কোটি টাকা।

♻ নওগাঁ সড়ক বিভাগের একটি আঞ্চলিক (আর-৫৪৯) এবং দু’টি জেলা সড়ক প্রশস্তকরণ প্রকল্প; ব্যয় প্রায় ৩১৫ কোটি কোটি টাকা।

♻ জয়পুর হাট (হিচমী)- পুরান আইপল পাঁচ বিবি- হিলি (শহর লিংকসহ) মহাসড়ক উন্নয়ন প্রকল্প; ব্যয় প্রায় ১৯৭ কোটি টাকা।

♻ নড়াইলের ফুলতলা মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্প; ব্যয় ১১৮ কোটি টাকা।

♻ উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্প; ব্যয় ৯২ কোটি ২৩ লাখ টাকা।

♻ রংপুর সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প; ব্যয় ২১০ কোটি টাকা।

♻ দেশের দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুণর্নির্মাণ/পুনর্বাসন প্রকল্প; ব্যয় প্রায় ১ হাজার ৮৩৬ কোটি টাকা।

♻ জাতীয় জীন ব্যাংক স্থাপন প্রকল্প; ব্যয় ৪৬০ কোটি টাকা।

♻ বাংলাদেশে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন (৪র্থ পর্য়ায়) প্রকল্প; ব্যয় ২৮৪ কোটি ৪৯ লাখ টাকা।

♻ শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ মেলান্দহ জামালপুর স্থাপন (প্রথম সংশোধিত) প্রকল্প; ব্যয় প্রায় ২৮২ কোটি টাকা।

♻ ১৫টি জেলা শিল্পকলা একাডেমি নবায়ন, সংস্কার ও মেরামত প্রকল্প; ব্যয় প্রায় ৭৭ কোটি টাকা।

♻ জয়দেবপুর-চন্দ্রা-এলেঙ্গা সড়ক (এন-৪) চার লেনে উন্নীতকরণ প্রকল্প; ব্যয় ৫ হাজার ৫৯৩ কোটি টাকা।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর