ইন্দোনেশিয়ায় জাহাজ ডুবে ২৪ জনের মৃত্যু, নিখোঁজ ৩৩

ইন্দোনেশিয়ায় জাহাজ ডুবে ২৪ জনের মৃত্যু, নিখোঁজ ৩৩

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ায় ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি জাহাজ ডুবির ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ৩১ জন। মৃতদের লাশগুলো উদ্ধার করা হয়েছে।

বুধবার দেশটির মধ্যাঞ্চলীয় পশ্চিম কালিমান্তান প্রদেশের সাম্বাস জেলায় প্রবল ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায় জাহাজটি।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, জাহাজটি যখন ডুবে তখন দুটি নৌকা এবং মাছ ধরার জাহাজ সাগরের কাছাকাছি অবস্থান করছিল। অতিরিক্ত খারাপ আবহাওয়ার সতর্কবার্তার খবর পাঠানো হয়।

আরও পড়ুন:


হজে প্রথমবারের মতো নিরাপত্তার দায়িত্বে সৌদি নারী সেনা

ফরজ গোসল অবহেলার শাস্তি

আমেরিকাকে প্রতিহত করতেই রাশিয়া হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র নির্মাণ করছে: পেসকভ

৫০ হাজার টাকা বেতনে লোক নেবে আকিজ বিড়ি ফ্যাক্টরি


নিখোঁজদের সন্ধান চালানো হচ্ছে জানান প্রাদেশিক উদ্ধারকারী দলের প্রধান ইওপি হরিয়াদি।

এদিকে ৮৩ জনকে জীবিত উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। আরও ৩ দিন উদ্ধারকাজ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে প্রশাসন। আবহাওয়া অবনিত হওয়ায় বেগ পেতে হচ্ছে। হেলিকপ্টার, বিমান এবং জাহাজ দিয়ে সন্ধান চালানো হচ্ছে। সম্প্রতি সাম্বাস জেলায় ঝড়ে কবলে পড়ে ১৮টি জাহাজ।

news24bd.tv নাজিম