ঝিনাইদহে করোনা ও উপসর্গে নিয়ে ৪ জনের মৃত্যু

ঝিনাইদহে করোনা ও উপসর্গে নিয়ে ৪ জনের মৃত্যু

Other

ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গে নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছে ৮ জন।  

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৩৪ টি নমুনার ফলাফল এসেছে। এদের মধ্যে ৮ জনের ফলাফল পজেটিভ এসেছে।

আক্রান্তের হার ২৩ দশমিক ৫২ ভাগ।  

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৭শত ৫০জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৬ জন। সুস্থতার সংখ্যা বাড়েনি।  

২৪ ঘন্টায় সদর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩জন ও সদর হাসপাতালে উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন।

বর্তমানে হাসপাতালে করোনা ওয়ার্ডে ৫৩ জন ও আইসোলেশনসহ চিকিৎসাধীন রয়েছেন ৮০ জন।  

সরকারি হিসাবে এ নিয়ে করোনায় জোলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ শত ৭৮ জন।  

আরও পড়ুন:


খুলনায় করোনায় মৃত্যু ফের দুই অঙ্কের কোটায়

হজে প্রথমবারের মতো নিরাপত্তার দায়িত্বে সৌদি নারী সেনা

ফরজ গোসল অবহেলার শাস্তি

৫০ হাজার টাকা বেতনে লোক নেবে আকিজ বিড়ি ফ্যাক্টরি


news24bd.tv / কামরুল