প্রাতিষ্ঠানিক শিক্ষার নামে যখন আমাদের মাথা ফাঁকা করে দেয়া হচ্ছিল, আমরা টের পাইনি। আমরা ধারণা করতে পারিনি আমরা কী কী হারাতে যাচ্ছি। আধুনিকতার নামে আমরা আমাদের সংস্কার হারিয়েছি।
আমাদের সামাজিক ও পারিবারিক শিক্ষাকে চ্যালেঞ্জ করে গড়ে ওঠা প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনাকে নৈতিকতা শেখাতে ব্যর্থ হয়েছে।
আশির দশকেও যখন কাঠামোগতভাবে মধ্যবিত্ত সক্রিয় ছিল, মূল্যবোধের একটা সামাজিক মূল্য ছিল। আমাদের সময় ঘুষখোরের ছেলেরা মাথা নিচু করে ক্লাসে আসতো, এখন উঁচু করে ঢোকে।
মূল্যবোধ এখন সবচেয়ে মূল্যহীন। এরপরও কথাগুলো বলে যাচ্ছি। কে জানে, হয়তো এই লেখা পড়ে ঘুষখোরদের বাচ্চা-কাচ্চারাই একদিন বেঁকে বসবে। তারা তাদের পিতা-মাতাদের মতো অসৎ হবে না!
লেখাটি লেখকের ফেসবুক থেকে নেয়া হয়েছে। (সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )
--------------------------------------------------------------------------------------------------------------------------
আরও পড়ুন:
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া