জিততে ভুলে গেছে শ্রীলঙ্কা

জিততে ভুলে গেছে শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক

ক্রিকেট ইতিহাসে চরম খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সবশেষ দশটি ওয়ানডে ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জিতেছে তারা। সেই জয়টিও পেয়েছে বাংলাদেশের কাছে প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ার পর।

সবশেষে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের বিশাল সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত আর পারেনি।

আগে ব্যাটিং করে ৯ উইকেটে ২৭৫ রান করেছিল শ্রীলঙ্কা। তার জবাবে ১৯৩ রানেই ৭ উইকেট হারায় ভারত। কিন্তু অষ্টম উইকেটে ভারতকে অবিশ্বাস্য জয় এনে দেন দীপক চাহার ও ভুবনেশ্বর কুমার।


আরও পড়ুন:

করোনায় প্রাণ গেলো একজন ভাষা সৈনিকের

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া

আগের চেয়েও কঠোর হবে কাল থেকে শুরু হওয়া লকডাউন!

দৌলতদিয়া ফেরি ঘাটে কর্মমুখি-ঘরমুখি উভয় দিকে যাত্রীদের চাপ


জয়ের এত বড় সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় দলের ওপর প্রচন্ড হতাশ লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন।

তার মতে, অনেকদিন ধরেই জিততে ভুলে গেছে শ্রীলঙ্কা। এ কারণেই মূলত জয়ের সুযোগ পেয়েও তা কাজে লাগানো সম্ভব হয়নি।

news24bd.tv/এমিজান্নাত