শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে উকিল দম্পতির বিরুদ্ধে মামলা

শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে উকিল দম্পতির বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক

বান্দরবানে শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে এক উকিল দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রওশন আরা নামে এক নারী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

দায়ের করা মামলায় বান্দরবান জজ কোর্টের আইনজীবী সারাহ সুদীপা ইউনুছ ও তার স্বামী কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানিয়ার লিগাল অ্যাডভাইজার ফয়সাল আহমেদকে (৪৫) আসামি করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মামলার বাদী রওশন আরা সাত মাস আগে শিশু জয়নাব আক্তার জোহুরাকে (৯) বনরুপা পাড়ায় উকিল দম্পতির বাসায় গৃহকর্মীর কাজ দেন।

বাড়ির গৃহকর্ত্রী সারা সুদীপা গৃহকর্মী জয়নাবকে মারধর ও নির্যাতন করেন।

এক পর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে গত ২০ জুলাই সকালে শিশুটি উকিল দম্পতির বাসা থেকে পালিয়ে যায়।


আরও পড়ুন:

রাস্তায় ফেলে চলে যাওয়া চামড়াগুলোতে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে

করোনায় প্রাণ গেলো একজন ভাষা সৈনিকের

জিততে ভুলে গেছে শ্রীলঙ্কা

আগের চেয়েও কঠোর হবে কাল থেকে শুরু হওয়া লকডাউন!


পরে তাকে খুঁজে গৃহকর্তা ফয়সাল স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে ওই গৃহকর্মীকে স্থানীয় অভিভাবক রওশন আরার কাছে দিয়ে আসেন। এরপর শিশুটির নির্যাতনের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

এ ঘটনায় আজ ২২ জুলাই রওশন আরা ভিকটিমের পক্ষ হয়ে উকিল দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্যপরীক্ষা ও চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।

news24bd.tv/এমিজান্নাত