প্রবীণ সাংবাদিক রুহুল কুদ্দুস মনি আর নেই

প্রবীণ সাংবাদিক রুহুল কুদ্দুস মনি আর নেই

Other

প্রবীণ সাংবাদিক রুহুল কুদ্দুস মনি মারা গেছেন। । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল সন্ধ্যায় করোনায় আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী,দুই সন্তান ও অসংখ্য আত্নীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

মনি ভাই অত্যন্ত প্রতিবান একজন সাংবাদিক। তিনি সর্বশেষ বাংলাদেশ সংবাদ সংস্থায় কর্মরত ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রীধারী মনি ভাই ১৯৮০ সালে সাপ্তাহিক পাবনা বার্তায় সাংবাদিক হিসেবে যোগদান করেন। ঢাকায় এসে দৈনিক দিনকাল, বিএসএসসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেন।  

এক সময় বাংলাদেশ টেলিভিশনে নদী ও পানি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান "সুখ দুঃখের নদী" এবং "দৈনন্দিন খাবার ও পুষ্টি " অনুষ্ঠান পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করতেন তিনি। বাংলাদেশ -দক্ষিণ আফ্রিকা  মৈত্রী সমিতির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন তিনি।

রুহুল কুদ্দুস মনি ভাইয়ের সাথে দৈনিক দিনকালে চাকরি করার সৌভাগ্য হয়েছিল আমার। আমি ছিলাম রিপোর্টার আর উনি ছিলেন সাবএডিটর (শিফট ইনচার্জ)। তাঁর এডিটিং ছিল নিখুঁত। জানতেনও প্রচুর। আমার রিপোর্ট তাঁর হাতে গেলেই কখনো উনার ডেস্কে ডাকতেন। আবার অনেক সময় আমার টেবিলেই চলে আসতেন। রিপোর্ট নিয়ে আলোচনা করতেন। অপ্রয়োজনীয় শব্দ এড়িয়ে চলার কথা বলতেন। আরো কত কি! 

মনি ভাইয়ের মৃত্যুতে গভীর শোকাহত। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন। আমিন।

আরও পড়ুন:


পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া

আগের চেয়েও কঠোর হবে কাল থেকে শুরু হওয়া লকডাউন!

দৌলতদিয়া ফেরি ঘাটে কর্মমুখি-ঘরমুখি উভয় দিকে যাত্রীদের চাপ

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে ১৬ জনের মৃত্য


news24bd.tv / কামরুল