আবার বৃষ্টি বাড়ার পূর্বাভাস

আবার বৃষ্টি বাড়ার পূর্বাভাস

অনলাইন ডেস্ক

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে আগামী রোববার থেকে বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বলা হয়, অতিরিক্ত বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে। এ ছাড়া বরিশাল, খুলনা ও চট্টগ্রামেও আগামীকাল থেকে বৃষ্টি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, বরিশাল, খুলনা ও চট্টগ্রামে আগামীকাল থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে।

এদিকে লঘুচাপের কারণে রোববার থেকে বৃষ্টিপাত বাড়বে।

আবহাওয়াবিদ নাজমুল হক আরও জানান, আজ সন্ধ্যা ছয়টা থেকে শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময়ে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় ও ঢাকা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। সিলেটের কিছু অঞ্চল, খুলনা ও মোংলায় সামান্য বৃষ্টি হতে পারে। আজ রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানান তিনি।

news24bd.tv/এমিজান্নাত