লকডাউনে ফ্লাইট চালুর বিষয়ে যা জানাল বেবিচক

লকডাউনে ফ্লাইট চালুর বিষয়ে যা জানাল বেবিচক

অনলাইন ডেস্ক

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ঈদের পর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ১৪ দিনের জন্য কঠোর লকডাউন শুরু হবে। এ সময় গার্মেন্টসহ সব ধরনের শিল্পকারখানাসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। তবে এই লকডাউনে অভ্যন্তরীণ ফ্লাইট ওঠা-নামার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে এসব ফ্লাইটে বিদেশ থেকে আসা বা বিদেশগামীরাই চলাচল করতে পারবেন।

বৃহস্পতিবার (২২ জুলাই) বেবিচকের জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আরও পড়ুন:

রাস্তায় ফেলে চলে যাওয়া চামড়াগুলোতে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে

করোনায় প্রাণ গেলো একজন ভাষা সৈনিকের


 

জারিকৃত নির্দেশনায় বলা হয়, ২৩ জুলাই থেকে শুরু হতে যাওয়া লকডাউনেও এয়ারলাইন্সগুলো স্বাস্থ্যবিধি মেনে তাদের অভ্যন্তর‌ীণ ফ্লাইট পরিচালনা করতে পারবে। তবে যাত্রী হিসেবে তারা শুধু বিদেশফেরত বা বিদেশগামী ব্যক্তিদেরকেই নিতে পারবে।  

news24bd.tv/আলী