১৮০ মেট্রিক টন অক্সিজেন এল ভারত থেকে

১৮০ মেট্রিক টন অক্সিজেন এল ভারত থেকে

অনলাইন ডেস্ক

ভারত ও বাংলাদেশের সমন্বিত চেকপোস্ট (আইসিপি) পেট্রাপোল দিয়ে জরুরি ভিত্তিতে ১১টি ট্যাংকারে করে দেশে অক্সিজেন এসেছে। আজ বুধবার প্রায় ১৮০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন এসেছে বাংলাদেশে এল।

এই অক্সিজেন আমদানি করেছে বাংলাদেশের লিন্ডে, স্পেকট্রা এবং পিউর অক্সিজেন নামের তিনটি প্রতিষ্ঠান।

ঢাকায় ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আইসিপি পেট্রাপোলের শুল্ক বিভাগের সহকারী কমিশনার অনিত জৈন জানান, ঈদুল আজহার ছুটি থাকলেও স্থলবন্দর কর্মকর্তা, শুল্ক কর্মকর্তা, বিএসএফ এবং সিঅ্যান্ডএফ এজেন্টদের সমন্বয়ে একটি বিশেষ দল গঠন করা হয়েছিল। দলটি ঢাকায় ভারতের হাইকমিশন ও বেনাপোল কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন।


আরও পড়ুন:

রাস্তায় ফেলে চলে যাওয়া চামড়াগুলোতে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে

মুনিয়ার মৃত্যুর সঙ্গে সায়েম সোবহান আনভীরের জড়িত থাকার প্রমাণ পায়নি পুলিশ

করোনায় প্রাণ গেলো একজন ভাষা সৈনিকের

জিততে ভুলে গেছে শ্রীলঙ্কা


পেট্রাপোল স্থলবন্দরের পরিচালক কমলেশ সায়নী বলেন, বন্দর থেকে তরল মেডিকেল অক্সিজেনের মতো প্রয়োজনীয় পণ্য পরিবহনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। দুই দেশের বন্দর কর্তৃপক্ষের মধ্যে আন্তরিক সম্পর্ক বিদ্যমান থাকায় একে অপরকে সহায়তা করার দীর্ঘ ঐতিহ্য রয়েছে।

বাংলাদেশের হাসপাতালে তরল অক্সিজেনের সংকটাবস্থা বিবেচনা করে, আইসিপি পেট্রাপোল কর্মকর্তারা মেডিকেল অক্সিজেন রপ্তানির জন্য একটি গ্রিন করিডোরের ব্যবস্থা করেন।

news24bd.tv/এমিজান্নাত