ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সাকিব-তামিম-মিঠুনের উন্নতি

অনলাইন ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের তিন ক্রিকেটারের। ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি হয়েছে সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুনের।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ১১২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তামিম। পরুষ্কার হিসেবে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে তার অবস্থান এখন ২৩তম স্থানে।

অন্যদিকে পুরো সিরিজে ১৪৫ রান করা সাকিব ব্যাটসম্যানদের তালিকায় ৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৮তম স্থানে।  

আরও পড়ুন:

আনন্দ ভ্রমণে গিয়ে মাদরাসাছাত্রের মৃত্যু

রাস্তায় ফেলে চলে যাওয়া চামড়াগুলোতে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে

মুনিয়ার মৃত্যুর সঙ্গে সায়েম সোবহান আনভীরের জড়িত থাকার প্রমাণ পায়নি পুলিশ


 

আবার বল হাতে পুরো সিরিজে ৮ উইকেট শিকার করেছেন তিনি। এবার বল হাতে সাফল্যের ফলে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় অষ্টম স্থানে উঠে এসেছেন তিনি। তবে ব্যাট হাতে তেমন আহামরি কিছু না করেও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মিঠুনের।

news24bd.tv/আলী