যুক্তরাষ্ট্রে বিরল 'মানকি পক্সে'র আতঙ্ক

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে বিরল 'মানকি পক্সে'র আতঙ্ক দেখা দিয়েছে। ২৭টি অঙ্গরাজ্যের দুই শতাধিক মার্কিনি পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, সম্ভাব্য আক্রান্ত ব্যক্তি সম্প্রতি আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভ্রমণে যান। পরে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ফিরলে তার কাছ থেকে একাধিক ব্যক্তি মানকি ভাইরাসে সংক্রমিত হতে পারে।

সাধারণত মানকি ভাইরাসে অন্যরা আক্রান্ত হওয়ার আশঙ্কা কম।  

আরও পড়ুন:

আনন্দ ভ্রমণে গিয়ে মাদরাসাছাত্রের মৃত্যু

রাস্তায় ফেলে চলে যাওয়া চামড়াগুলোতে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে

মুনিয়ার মৃত্যুর সঙ্গে সায়েম সোবহান আনভীরের জড়িত থাকার প্রমাণ পায়নি পুলিশ


 

যে দুশো ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে তারাও সর্বোচ্চ ঝুঁকিতে নেই মনে করছে সিডিসি। প্রাথমিকভাবে মানকি পক্সেও, চিকেন পক্সের মতো লক্ষণ রয়েছে যা জলযুক্ত নোডুলস। এই রোগটি বাড়ার সাথে সাথে শরীরের বিভিন্ন স্থানে লাল ছোট ছোট ফুঁসকুড়ি দেখা যায়।

এটি এমন রোগ যা একজনের দেহ থেকে অন্যজনে ছড়িয়ে যেতে পারে, তবে এর মূল উৎস ইঁদুর, কাঠবিড়ালি এবং বানর।

news24bd.tv/আলী