ভারতে নতুন আতঙ্ক বার্ড ফ্লু, কিশোরের মৃত্যু

ভারতে নতুন আতঙ্ক বার্ড ফ্লু, কিশোরের মৃত্যু

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে ভারত অন্যতম। এর মধ্যেই নতুন আতঙ্ক হয়ে দেখা দিতে পারে বার্ড ফ্লু। দেশটিতে প্রথমবারের মতো বার্ড ফ্লু সংক্রমণে এক কিশোরের মৃত্যু হয়েছে।  
হরিয়ানা রাজ্যের ১১ বছর বয়সী এই কিশোর দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছিল।

মঙ্গলবার দেহের বেশকিছু অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে বালকটি মারা যায় বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সরকার। খবর রয়টার্সের।
প্রতিবেদনে প্রকাশ, বিবৃতিতে বলা হয়, কিশোরটিকে চিকিৎসা করা স্বাস্থ্যকর্মীদেরসহ তার পরিবারেরও সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। রোগীর সংস্পর্শে আর কারা কারা এসেছে তাদেরও খোঁজ শুরু করেছে কর্তৃপক্ষ।
হরিয়ানা রাজ্যে এখন পর্যন্ত আর কারও মধ্যে বার্ড ফ্লু সংক্রমণ পাওয়া না গেলেও নজরদারি বাড়ানো হয়েছে।


আরও পড়ুন:

তিন শতাধিক পদে ডাক বিভাগে নিয়োগ

রাস্তায় ফেলে চলে যাওয়া চামড়াগুলোতে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে

মুনিয়ার মৃত্যুর সঙ্গে সায়েম সোবহান আনভীরের জড়িত থাকার প্রমাণ পায়নি পুলিশ


উল্লেখ্য, গত ২০ বছরে দেশটির মুরগির খামারগুলোতে বার্ড ফ্লুয়ের প্রাদুর্ভাব দেখা গেলেও মানবদেহে এই ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া যায় নি।

news24bd.tv/ নকিব