ভারী বৃষ্টিতে চীনে তীব্র বন্যা, ৩৩ জনের মৃত্যু

ভারী বৃষ্টিতে চীনে তীব্র বন্যা, ৩৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশে বন্যায় কমপক্ষে ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া সাড়ে ৩ লাখ মানুষকে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর জানায়।
গত ২০ জুলাই হেনানের রাজধানী ঝেংঝুতে ভারী বর্ষণে তীব্র বন্যা দেখা দেয়।

২২ জুলাই পর্যন্ত বন্যায় ৩৩ জন প্রাণ হারায় এবং আটজনকে এখনো নিখোঁজ রয়েছেন।
চীনের আবহাওয়াবিদরা বলছেন, হেনানে গত এক হাজার বছরের মধ্যে সবচেয়ে ভারি বৃষ্টি হয়েছে। এক কোটি ২০ লাখ জনসংখ্যার ঝেংঝু পীত নদীর তীরে অবস্থিত।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ঝেংঝুতে ৬১৭ দশমিক ১ মিলিমিটার (২৪ দশমিক ৩ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে, যা সেখানকার বার্ষিক গড় বৃষ্টিপাতের প্রায় সমান (৬৪০ দশমিক ৮ মিলিমিটার বা ২৫ দশমিক ২ ইঞ্চি)।

মুষলধারে বৃষ্টির প্রভাবে সৃষ্ট বন্যার কারণে ঝেংঝুর রেল ও সড়ক যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। বাঁধ ও জলাধারগুলোতে পানির উচ্চতা ফুলে ফেঁপে উঠেছে।


আরও পড়ুন:

তিন শতাধিক পদে ডাক বিভাগে নিয়োগ

রাস্তায় ফেলে চলে যাওয়া চামড়াগুলোতে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে

যুক্তরাষ্ট্রে বিরল 'মানকি পক্সে'র আতঙ্ক

মুনিয়ার মৃত্যুর সঙ্গে সায়েম সোবহান আনভীরের জড়িত থাকার প্রমাণ পায়নি পুলিশ


দুর্যোগ মোকাবিলায় প্রদেশজুড়ে কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ২২ জুলাই চীনের পানি সম্পদ মন্ত্রণালয় জানায়, দেশটির বড় নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ায় ১০টি স্থান মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

news24bd.tv/ নকিব