কারারক্ষীদের জিম্মি করে পিৎজা খাওয়ার দাবি দুই বন্দীর!

কারারক্ষীদের জিম্মি করে পিৎজা খাওয়ার দাবি দুই বন্দীর!

অনলাইন ডেস্ক

এই আজব ঘটনা ঘটেছে সুইডেনের এক কারাগারে। দুজন কারারক্ষীকে নয় ঘণ্টার জন্য জিম্মি করে রেখেছিল দুজন কারাবন্দি। আর তাদের মুক্তিপণ হিসেবে চাওয়া হয়েছে পিৎজা। ওই কারাগারের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানিয়েছেন।

কারা মুখপাত্র স্টিনা লাইলেস বলেন, দুজন রক্ষীর কেউই ‘আহত হননি এবং তারা নিরাপদেই তাদের পরিবারের’ কাছে ফিরে গেছে। এসকিলস্টুনা শহরের কাছে হলবাই হাই সিকিউরিটি প্রিজনে এ ঘটনা ঘটেছে।
আরেকজন কারা কর্মকর্তা টোরকেল ওমনেল বলেছেন, ওই দুজন কারাবন্দি হত্যার দায়ে সাজা খাটছে। গার্ডদের জন্য সংরক্ষিত কারাগারের একটি অংশে কোনোভাবে দুপুরের দিকে প্রবেশ করতে সক্ষম হয় ওই দুজন।

তখন সেখানে থাকা দুজন কারারক্ষীকে জিম্মি করে তারা।
ওমনেল বলেন, আমরা তাৎক্ষণিক সেখানে মধ্যস্থতাকারী পাঠাই এবং পুলিশে খবর দেই। ওই দুজন কারাবন্দি মুক্তিপণ হিসেবে দুটি জিনিস চায়। একটি হচ্ছে- পালানোর জন্য হেলিকপ্টার এবং অন্য কারাবন্দিদের জন্য ২০টি পিৎজা। লাইলেস জানান, তাদের দাবি মেনে পিৎজা সরবরাহ করা হয়।


আরও পড়ুন:

তিন শতাধিক পদে ডাক বিভাগে নিয়োগ

রাস্তায় ফেলে চলে যাওয়া চামড়াগুলোতে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে

যুক্তরাষ্ট্রে বিরল 'মানকি পক্সে'র আতঙ্ক

মুনিয়ার মৃত্যুর সঙ্গে সায়েম সোবহান আনভীরের জড়িত থাকার প্রমাণ পায়নি পুলিশ


এরপর তারা দুই কারারক্ষীকে ছেড়ে দেয়। পুলিশ জানিয়েছে, এই ‘অপহরণের’ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই দুই কারাবন্দিকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।

news24bd.tv/ নকিব