ভারতে কমছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

ভারতে কমছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে কমছে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। শুক্রবার (২৩ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৫ হাজার ৩৪২ জন মানুষ। এ নিয়ে দেশটিতে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১২ লাখ ৯৩ হাজার ৬২ জনে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮৩ জন।

অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে ২৪ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ১৯ হাজার ৪৭০ জন।  
রাজ্যগুলোর মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রে দৈনিক মৃত্যুর সংখ্যা শতাধিক। তবে বাকি সব রাজ্যেই এই সংখ্যা ৫০-এর কম।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে ভাইরাসে নতুন করে আক্রান্ত রোগীর তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কমার ধারবাহিকতা বজায় রয়েছে। গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৭৪০ জন। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩৫ হাজারের বেশি।


আরও পড়ুন:

কারারক্ষীদের জিম্মি করে পিৎজা খাওয়ার দাবি দুই বন্দীর!

যুক্তরাষ্ট্রে বিরল 'মানকি পক্সে'র আতঙ্ক

মুনিয়ার মৃত্যুর সঙ্গে সায়েম সোবহান আনভীরের জড়িত থাকার প্রমাণ পায়নি পুলিশ

টসের পরেও অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ বাতিলের সিদ্ধান্ত


ভারতে এখন সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায়। শুক্রবার সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৮১৮ জন। এরপরেই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩০২ জন। ভারতে শুক্রবার মোট আক্রান্ত রোগীর প্রায় ৬০ শতাংশই এই দুই রাজ্যের।

news24bd.tv/ নকিব