টিকা সংকটে কলকাতায় কোভ্যাক্সিনের টিকাদান কার্যক্রম বন্ধ

ফাইল ছবি

টিকা সংকটে কলকাতায় কোভ্যাক্সিনের টিকাদান কার্যক্রম বন্ধ

অনলাইন ডেস্ক

পর্যাপ্ত কোভ্যাক্সিন টিকা মজুদ না থাকায় ভারতের কলকাতা রাজ্যে শুক্রবার (২৩ জুলাই) টিকাদান কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছে। কেন্দ্র থেকে আবার টিকা পাঠানো হলে তবেই আবার টিকা কার্যক্রম চালু হবে বলে জানানো হয়েছে। খবর জি নিউজের।

প্রসঙ্গত, ২১ জুলাই ভ্যাকসিন আসার কথা ছিল প্রায় ১ লক্ষ ৮৪ হাজার।

ভ্যাকসিনের সংকট হওয়ায় কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিয়ে সংশয় রয়েছে।   প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ কোভ্যাক্সিন পাওয়ার সময় ক্রমশ বেড়ে চলেছে বলেই অভিযোগ সাধারণ মানুষের। জানা গিয়েছে রাজ্যে প্রায় দেড় লক্ষ কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ পাওয়া বাকি।
জুলাই মাসে কলকাতাকে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন মিলিয়ে মোট ৭৩ লক্ষ ডোজ ভ্যাকসিন দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় সরকারের।
কিন্তু তা দেওয়া হয়নি, গত ১৫ জুলাই পর্যন্ত মাত্র কেন্দ্রের তরফে ২৩ লক্ষ ডোজ পেয়েছে রাজ্যটি। ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।


আরও পড়ুন:

কারারক্ষীদের জিম্মি করে পিৎজা খাওয়ার দাবি দুই বন্দীর!

যুক্তরাষ্ট্রে বিরল 'মানকি পক্সে'র আতঙ্ক

মুনিয়ার মৃত্যুর সঙ্গে সায়েম সোবহান আনভীরের জড়িত থাকার প্রমাণ পায়নি পুলিশ

টসের পরেও অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ বাতিলের সিদ্ধান্ত


এদিকে, কোভিশিল্ডের সঙ্গে তুলনা করলে ভারতে কোভ্যাক্সিনের উৎপাদন ও সরবরাহ কম রয়েছে। এর বড় কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও গোটা বিশ্বে এই টিকা ব্যবহারের জন্য ছাড়পত্র দেয়নি। কিন্তু রাজ্যে যারা কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছেন বর্তমানে তারাই সমস্যার মুখোমুখি হয়েছেন।

news24bd.tv/ নকিব