মুখ্যমন্ত্রীকে গরুর মাংস উপহারের ইচ্ছা পোষণ, নারী গ্রেপ্তার

মুখ্যমন্ত্রীকে গরুর মাংস উপহারের ইচ্ছা পোষণ, নারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

ঘটনা ভারতের আসামের। রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে গরুর মাংস ‘উপহার’ হিসেবে দেয়ার ইচ্ছা পোষণ করায় এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ। আসামের নলবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে এই ইচ্ছা পোষণ করেন তিনি।

পরে অবশ্য তাকে জামিন দেয়া হয়েছে।

আসাম পুলিশের শীর্ষ একজন কর্মকর্তা জানিয়েছেন, গতকাল হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ‘বিতর্কিত’ পোস্ট করেন গ্রেপ্তার হওয়া ওই নারী। তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। গ্রেপ্তার করা হয় তাকে।

জামিনযোগ্য ধারায় মামলা থাকায় ছাড়া পান ওই নারী। জানা গেছে, অভিযুক্ত নারী রাজ্যের সাবেক একজন বিজেপি নেতার মেয়ে।

পশুপাচার ও গোমাংস বিক্রির উপরে নিয়ন্ত্রণের জন্য আসামে সম্প্রতি গবাদি পশু সংরক্ষণ আইন পাস হয়েছে। ওই আইনে হিন্দু, শিখ, জৈন সম্প্রদায়ের এলাকা বা মন্দিরের ৫ কিলোমিটারের মধ্যে গোমাংস বিক্রির উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই আইন প্রয়োগ করে প্রথম গ্রেপ্তার করা হলো নলবাড়ির ওই নারীকে। খবর জি নিউজের।


আরও পড়ুন:

কারারক্ষীদের জিম্মি করে পিৎজা খাওয়ার দাবি দুই বন্দীর!

যুক্তরাষ্ট্রে বিরল 'মানকি পক্সে'র আতঙ্ক

মুনিয়ার মৃত্যুর সঙ্গে সায়েম সোবহান আনভীরের জড়িত থাকার প্রমাণ পায়নি পুলিশ

টসের পরেও অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ বাতিলের সিদ্ধান্ত


ওই নারীর বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গের অভিযোগ করেছে বিশ্ব হিন্দু পরিষদ। তারা বলছে, এই ধরনের পোস্ট করে হিন্দু সংস্কৃতিকে অপমান করা হয়েছে। গরুকে পবিত্র মনে করেন হিন্দুরা। হিন্দু সংস্কৃতির অপমান বরদাস্ত করা হবে না বলেও জানায় তারা।

news24bd.tv/ নকিব