বাংলাদেশকে টিকা দেওয়ার ব্যাপারে যা জানালেন ভারতীয় হাই কমিশনার

বাংলাদেশকে টিকা দেওয়ার ব্যাপারে যা জানালেন ভারতীয় হাই কমিশনার

অনলাইন ডেস্ক

ভারতে পর্যাপ্ত পরিমাণ টিকা থাকার পরই বাংলাদেশকে সরবরাহ করতে পারব বলে জানিয়েছেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাই স্বামী। তবে কবে নাগাদ বাংলাদেশ টিকা পেতে পারে সে বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেননি তিনি।

শুক্রবার (২৩ জুলাই) সকালে ভারত থেকে কর্মস্থল ঢাকায় ফিরছিলেন হাই কমিশনার বিক্রম দোরাই স্বামী।

এসময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে এ কথা বলেন তিনি।

ভারতে টিকার উৎপাদনও বেড়েছে উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, কোভিডের সময়ে আমরা আমাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের দেশের পরিস্থিতি উন্নতির দিকে।

বাংলাদেশকে গুরুত্ব প্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ দেশ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ-ভারত দুই দেশের ব্যবসা বাণিজ্য বেড়েছে। যোগাযোগ ব্যবস্থা উন্নতি হলে দুই দেশের ব্যবসা বাণিজ্য আরও বাড়বে।

এ সময় স্ত্রী সঙ্গীতা দোরাই স্বামী ছাড়াও হাইকমিশনারের স্বজনেরা উপস্থিত ছিলেন।

এর আগে আখাউড়া স্থলবন্দরে দু'দেশের শূন্য দেখায় ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রোমানা আক্তার।

এর আগে গত রোববার (১৮ জুলাই) সকালে দিল্লি যাওয়ার জন্য সড়কপথে ঢাকা থেকে আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন দোরাইস্বামী।

news24bd.tv তৌহিদ