জম্মু-কাশ্মীরে গোলাগুলি, ২ গেরিলা নিহত

জম্মু-কাশ্মীরে গোলাগুলি, ২ গেরিলা নিহত

অনলাইন ডেস্ক

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই গেরিলা নিহত হয়েছে বলে এনডিটিভি হিন্দি'র ওয়েবসাইটে জানানো হয়েছে।

খবরে বলা হয়, আজ (শুক্রবার) এক পুলিশ কর্মকর্তা বলেন, সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্য পেয়ে বৃহস্পতিবার সোপোরের ওয়ারপোরা এলাকায় নিরাপত্তা বাহিনী ঘেরাও ও তল্লাশি অভিযান চালায়।

প্রতিটি বাড়ি তল্লাশির সময়ে সন্ত্রাসীদের সন্ধান পাওয়া যায় এবং তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছিল।

কিন্তু সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর উপর গুলিবর্ষণ করলে নিরাপত্তা বাহিনীর অভিযান সংঘর্ষে পরিণত হয়। নিরাপত্তা বাহিনী দ্রুত পাল্টা গুলিবর্ষণের মধ্য দিয়ে জবাব দিয়েছে।

ফলে ওই অভিযানে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। নিরাপত্তা কর্মীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

গণমাধ্যমের অন্য একটি সূত্রে প্রকাশ, ওয়ারপোরা এলাকায় কয়েকজন গেরিলার উপস্থিত থাকার খবর পেয়েছিল নিরাপত্তা বাহিনী।

পরে, গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় জম্মু-কাশ্মীর পুলিশ, আধাআসামরিক বাহিনী সিআরপিএফ এবং ২২ রাষ্ট্রীয় রাইফেলসের সদস্য সমন্বিত একটি যৌথবাহিনী ওই অঞ্চলটিকে ঘিরে ফেলে।

সংশ্লিষ্ট এলাকায় প্রবেশ এবং প্রস্থানের সমস্ত পয়েন্ট ‘সিল’ করে বাড়ি বাড়ি তল্লাশি চালানো হয়। গেরিলারা যাতে ঘটনাস্থল থেকে পালাতে না পারে সেজন্য নিরাপত্তা বাহিনী ফ্লাডলাইট লাগিয়ে এলাকাটি ঘিরে রাখে।

গভীর রাত পর্যন্ত উভয়পক্ষের মধ্যে থেমে থেমে গুলিবর্ষণ করা হয়।

আরও পড়ুন: 


বাংলাদেশকে টিকা দেওয়ার ব্যাপারে যা জানালেন ভারতীয় হাই কমিশনার

এদেশে সৎ মানুষ তৈরির সিস্টেমটাই নাই

গাজীপুরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা চেষ্টা


news24bd.tv তৌহিদ