ঈদের দিনে নৈশ ভোজ, মালয়েশিয়ায় ২৫ বাংলাদেশিকে জরিমানা

ঈদের দিনে নৈশ ভোজ, মালয়েশিয়ায় ২৫ বাংলাদেশিকে জরিমানা

অনলাইন ডেস্ক

প্রাণ সংহারি করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধ অমান্য করে নৈশ ভোজে যাওয়ায় মালয়েশিয়ায় ২৫ বাংলাদেশিকে ৫ হাজার রিঙ্গিত (১ লাখ টাকা) করে জরিমানা করা হয়েছে।

দেশটির সরকারের জারি করা ন্যাশনাল রিকভারি প্ল্যানের প্রথম ধাপের লকডাউনে আটক ২৫ জনের প্রত্যেককে ৫ হাজার রিঙ্গিত করে জরিমানাও করেছেন দেশটির আদালত।

জরিমানার টাকা দিতে না পারলে দুই মাসের কারাদণ্ড হবে।

মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বেরনামা জানিয়েছে, ঈদের দিন তারা একসঙ্গে জড়ো হয়ে বাতু মং এলাকায় রাতের খাবারের আয়োজন করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ থেকে ৪১ বছর বয়স্ক ওই শ্রমিকেরা সবাই একটি কনস্ট্রাকশন কোম্পানির কর্মী।

মঙ্গলবার রাতে আটক করে শুক্রবার সেশনস কোর্টে হাজির করা হলে বিচারক নরসালহা হামযাহ এ রায় দেন।

যে ধারায় তাদের গ্রেপ্তার দেখানো হয় তার সর্বোচ্চ সাজা ১০ লাখ টাকা অথবা ছয় মাসের জেল।

এই ২৫ জনের মধ্যে ২১ জনের বৈধ কাগজপত্র আছে।

বাকি চারজনকে আলাদা আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সূত্রে জানা যায়, এই সাজার পাশাপাশি ওই চারজনের বাড়তি সাজা হতে পারে।

আরও পড়ুন: 


বাংলাদেশকে টিকা দেওয়ার ব্যাপারে যা জানালেন ভারতীয় হাই কমিশনার

এদেশে সৎ মানুষ তৈরির সিস্টেমটাই নাই

গাজীপুরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা চেষ্টা


news24bd.tv তৌহিদ