২০০ বছরেও পদ্মা সেতুর পিলারের কিছু হবে না : প্রকল্প পরিচালক

পদ্মা বহুমূখী সেতু প্রকল্পের পরিচালক মোঃ শফিকুল ইসলাম।

২০০ বছরেও পদ্মা সেতুর পিলারের কিছু হবে না : প্রকল্প পরিচালক

নিজস্ব প্রতিবেদক

চার হাজার টন জাহাজও পদ্মা সেতুর পিলারে ধাক্কা দিলে জাহাজই ক্ষতিগ্রস্ত হবে, পিলারের কিছু হবে না বলে জানিয়েছেন পদ্মা বহুমূখী সেতু প্রকল্পের পরিচালক মোঃ শফিকুল ইসলাম।

তিনি বলেন,২০০ বছর পর্যন্ত যেকোনো নৌযান এই পিলারের ধাক্কা খেলে নৌযানের ক্ষতি হবে পিলারের কিছু হবে না। এভাবেই পদ্মা সেতুর পিলার নির্মাণ করা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার মুন্সিগঞ্জের শিমুলিয়ার কাছে পদ্মা সেতুর পিলারে ধাক্কা লেগে একটি ফেরি ক্ষতিগ্রস্ত হয়।

এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ


দ. কোরিয়ার কোন গালিও দেয়া চলবে না উত্তর কোরিয়ায়

তালেবানের হাত থেকে ২৪ জেলা পুনরুদ্ধারের দাবি

কাছাকাছি আসা ঠেকাতে টোকিও অলিম্পিকে বিশেষ ব্যবস্থা


মাদারীপুরের বাংলাবাজারঘাট থেকে শিমুলিয়ায় আসার পথে ফেরি শাহ জালাল পিলারে ধাক্কা দেয়।

এ ঘটনায় ওই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

news24bd.tv/আলী