ভারতের মহারাষ্ট্রে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১২

ভারতের মহারাষ্ট্রে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১২

অনলাইন ডেস্ক

টানা বৃষ্টিতে ভারতের মহারাষ্ট্রে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১১২ জনে দাঁড়িয়েছে। দুই দিনের ভারী বৃষ্টিতে মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে অন্তত ১০ থেকে ১২টি ভূমিধসের ঘটনায় মারা গেছেন বহু মানুষ।

মহারাষ্ট্রের তালিয়ে, সাতারা এবং রায়গড় জেলায় ভূমিধসে আরও কয়েক ডজন মানুষ চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। এসব স্থানে চলছে উদ্ধার তৎপরতা।

বন্যা ও ভূমিধসে আটকা পড়া হাজারো মানুষকে উদ্ধারে সরকার হেলিকপ্টার কাজে লাগাচ্ছে।

আরও পড়ুন:

আজ কেন্দ্রীয় শহীদ মিনারে ফকির আলমগীরের নাগরিক শ্রদ্ধাঞ্জলি

মুম্বাই পুলিশের জেরার মুখে শিল্পা

ইতালিতে ভেনিস ঐক্য পরিষদের উদ্যোগে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ল পচেত্তিনোর

ভারতে পশ্চিম উপকূলে গত ২৪ ঘণ্টায় ৫৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির পানিতে উপচে পড়ার আশঙ্কায় বাঁধগুলো খুলে দেওয়া হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে।

মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় আগামী কয়েকদিনও ভারি বৃষ্টিপাত হতে পারে পূর্বাভাস দিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া বিভাগ।

গেলো ৪০ বছরের ইতিহাসে মহারাষ্ট্রে জুলাই মাসে এবারের মত এত বৃষ্টি আর কখনও হয়নি।

news24bd.tv রিমু