বরিশাল শেবাচিমের পিসিআর ল্যাবে করোনা শনাক্তের হার ৫২ ভাগ

বরিশাল শেবাচিমের পিসিআর ল্যাবে করোনা শনাক্তের হার ৫২ ভাগ

Other

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টায় ১১ জন রোগীর মৃত্যু হয়েছে। এখনও করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ৩০০ রোগী। অপরদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সব শেষ নমূনা পরীক্ষায় ৫০ ভাগের বেশী করোনা শনাক্ত হয়েছে।

আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় চিকিৎসায় সুস্থ্য হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ১১ জন রোগী।

একই সময়ে নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ১৫ জন পজেটিভ সহ ৪৫ জন রোগী ভর্তি হয়েছেন।

আজ সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৩০০ রোগী। এর মধ্যে পজেটিভ রোগী ১১২ জন। গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ জন পজেটিভ সহ মারা গেছে ১১ জন রোগী।

গত বছরের ১৭ মার্চ শেবাচিমের করোনা ওয়ার্ড চালুর পর থেকে আজ শনিবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায়  ৯৮৬ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৬৬ জনের করোনা ছিলো পজেটিভ।

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গতকাল শুক্রবার রাতে প্রকাশিত সব শেষ রিপোর্টে ১৬৯ জনের নমূনা পরীক্ষায় ৮৮ জনের করোনা পজেটিভ হয়েছে। ল্যাবে নমূনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ৫২ শতাংশ।


আরও পড়ুন:

কারারক্ষীদের জিম্মি করে পিৎজা খাওয়ার দাবি দুই বন্দীর!

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ল পচেত্তিনোর

মুখ্যমন্ত্রীকে গরুর মাংস উপহারের ইচ্ছা পোষণ, নারী গ্রেপ্তার

মুনিয়ার মৃত্যুর সঙ্গে সায়েম সোবহান আনভীরের জড়িত থাকার প্রমাণ পায়নি পুলিশ


এর আগে গতকাল বৃহস্পতিবার রাতের রিপোর্টে শনাক্তের হার ছিলো ৫২.৬৫ শতাংশ, বুধবার ৪২.৬৫ শতাংশ, মঙ্গলবার ৪৬.৮০ শতাংশ এবং সোমবার শনাক্তের হার ছিলো ৩৫.৯৭ শতাংশ।

গত বছরের ৮ এপ্রিল বরিশালে পিসিআর ল্যাব প্রতিষ্ঠার পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ শতাংশ করোনা শনাক্ত হয়।

news24bd.tv/ নকিব