চীনে ভারী বৃষ্টিপাতে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্র মন্ত্রীর শোক

চীনে ভারী বৃষ্টিপাতে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্র মন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক

চীনে ভারী বৃষ্টিপাতে বিপুল প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন। চীনা পররাষ্ট্র মন্ত্রী ইয়াং লিকে পাঠানো এক বার্তায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান মন্ত্রী।

আরও পড়ুন:

খুলনায় কমেছে করোনায় মৃতের সংখ্যা, শনাক্তের হার ২০ দশমিক ৫২ শতাংশ

মুম্বাই পুলিশের জেরার মুখে শিল্পা

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ল পচেত্তিনোর 

লাউয়ের ক্ষীর বা পায়েস তৈরির রেসিপি

সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, মধ্য চীনে সৃষ্ট ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত অন্তত ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ৮ জন।

ভূমিধস, বাঁধে ভাঙন, নদীর পানি বৃদ্ধি এবং মেট্রো রেলস্টেশনের ভেতরে বন্যার পানি ঢুকে যাওয়ার পর স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

ভারী বর্ষণের কারণে গত সপ্তাহে দেশটির হেনান প্রদেশে বন্যা পরিস্থিতির অবনতি ঘটে। বন্যায় হাজার হাজার মানুষ ঘর ছেড়েছেন।

news24bd.tv রিমু