মাছের ড্রামে যারা ঢাকা যাচ্ছে, তাদের নিয়ে ট্রল করাটা ঠিক হচ্ছে না

মাছের ড্রামে যারা ঢাকা যাচ্ছে, তাদের নিয়ে ট্রল করাটা ঠিক হচ্ছে না

Other

মাছের ড্রামের ভেতর করে যারা ঢাকা যাওয়ার চেষ্টা করছে, তাদের নিয়ে ট্রল করাটা সঠিক মনে হচ্ছে না। এ মানুষগুলো স্বাস্থ্যবিধি মানছে না, এটা সত্য, কিন্তু কেন মানছে না, তা একটু তলিয়ে দেখা দরকার।

এরা খেটে খাওয়া মানুষ। এদের অনেকের হাতেই এক মাস চলার মতো টাকা নেই।

মাস শেষে নিশ্চিত বেতনের প্রশান্তি তারা পান না। তাদের মাছের ড্রামের ভেতর একবার ঢুকলে, আপনি তাদের পৃথিবীটা সামান্য দেখতে পাবেন। তাদের যে-খাদ্যাভ্যাস, যেটিকে আপনারা ডায়েট বলেন, সেটি খুবই দরিদ্র। সার্ভাইভালের জন্য যতোটুকো দরকার, ঠিক ততোটুকু।
তারপরও তাদের কোনো সঞ্চয় নেই। কারণ তাদের যে আয়, তা মোটেও সঞ্চয়যোগ্য নয়।

তাদের সবার জন্য, অগ্রাধিকার ভিত্তিতে টিকার ব্যবস্থা করা উচিত। ড্রামের ভেতর থেকে যাদের উদ্ধার করা হয়েছে, তাদের প্রত্যেককে বিশ হাজার করে টাকা দিয়ে বাড়িতে পাঠান।

খবরদার! তাদের গ্রেপ্তার বা জরিমানা করবেন না।


আরও পড়ুন:

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ল পচেত্তিনোর

মুখ্যমন্ত্রীকে গরুর মাংস উপহারের ইচ্ছা পোষণ, নারী গ্রেপ্তার

হাইতি প্রেসিডেন্টের সৎকার অনুষ্ঠান থেকে পালিয়েছে মার্কিন প্রতিনিধিদল

বৃষ্টিপাতে ভারতের গোয়ায় ধস, ট্রেন লাইনচ্যুত (ভিডিও)


news24bd.tv/ নকিব