মাত্র ১২ বছর বয়সে অলিম্পিকে সিরিয়ান কিশোরী

মাত্র ১২ বছর বয়সে অলিম্পিকে সিরিয়ান কিশোরী

অনলাইন ডেস্ক

যুদ্ধবিদ্ধস্ত সিরিয়া থেকে উঠে এসে মাত্র ১২ বছর বয়সে অলিম্পিকে অংশগ্রহণ করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন হেনড আবদুর রউফ জাজা। তবে খুব বেশিদূর যেতে না পারলেও আলোচনার অন্যতম কেন্দ্রে এই সিরিয়ান কিশোরী।

মাত্র পাঁচ বছর বয়সে টেবিল টেনিস খেলায় হাতেখড়ি তার। তবে যুদ্ধবিদ্ধস্ত দেশ সিরিয়ায় তাকে পদে পদে বাধার সম্মুখীন হতে হয়েছে।

তবে সব বাধা পেরিয়ে অলিম্পিকে কোয়ালিফাই করেছেন হেনড জাজা। অস্ট্রিয়ার ৩৯ বছর বয়সী খেলোয়াড় লিউ জিয়ার কাছে ৪-০ সেটে হেরে গেলেও তিনি মনে করেন টোকিও অলিম্পিকে অংশগ্রহণই তার বড় অর্জন। এই অভিজ্ঞতা পরবর্তীতে কাজে লাগাতে চান এই সিরিয়ান কিশোরী।

news24bd.tv


আরও পড়ুন:

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ল পচেত্তিনোর

মুখ্যমন্ত্রীকে গরুর মাংস উপহারের ইচ্ছা পোষণ, নারী গ্রেপ্তার

হাইতি প্রেসিডেন্টের সৎকার অনুষ্ঠান থেকে পালিয়েছে মার্কিন প্রতিনিধিদল

মাছের ড্রামে যারা ঢাকা যাচ্ছে, তাদের নিয়ে ট্রল করাটা ঠিক হচ্ছে না


টোকিও অলিম্পিকের সর্বকনিষ্ঠ এই ক্রীড়াবিদের জন্ম ২০০৯ সালের ১ জানুয়ারি।

 হেনড জাজা ৫২ বছরের মধ্যে সবচেয়ে ছোট অলিম্পিয়ান। তিনি টোকিও অলিম্পিকের সর্বকনিষ্ঠ এবং টেবিল টেনিসের অলিম্পিক ইতিহাসে কম বয়সী ক্রীড়াবিদ।

news24bd.tv/ নকিব