২১ কোটি ডোজ ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে

২১ কোটি ডোজ ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে

অনলাইন ডেস্ক

মহামারী করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের জনগণের জন্য ২১ কোটি ডোজ ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।   

স্বাস্থ্যমন্ত্রী জানান, ২১ কোটি ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে। আগামী বছর পর্যন্ত সেগুলো পর্যায়ক্রমে দেশে আনা হবে। এই ভ্যাকসিনগুলো আসলে ৮০ ভাগ মানুষকে দেওয়া যাবে।


আরও পড়ুন

আইসিইউ না পেয়ে ফিরে যেতে হচ্ছে করোনা রোগীদের

দাপটে চলছে রিকশা ও ইজিবাইক

স্বাস্থ্যবিধি মেনে মাসব্যাপী আগস্টের কর্মসূচী ঘোষণা

জার্মানিতে বন্যায় প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশ


আজ শনিবার বিকালে কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধ, অক্সিজেন সংকট, হাসপাতালের সুযোগ-সুবিধা ও শয্যা সংখ্যা বৃদ্ধি শীর্ষক স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের সদস্যভুক্ত প্রতিষ্ঠানের মতবিনিময় সভায় এক জুম মিটিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।  

স্বাস্থ্যমন্ত্রী আরওজানান, এখন পর্যন্ত প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছেন।

news24bd.tv/এমিজান্নাত