বেজোস ও ব্র্যানসনকে নভোচারী বলা যাবে না

অনলাইন ডেস্ক

বিশ্বের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি জেফ বেজোস এবং আরেক মার্কিন ধনকুবের রিচার্ড ব্র্যানসন মহাকাশ ভ্রমণ করে এলেও, তাদেরকে নভোচারী বলা যাবে না।  

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন এডমিনিস্টেশন জানিয়েছে, নিয়ম অনুযায়ী একজন নভোচারী মহাকাশযানের একজন ক্রু হিসেবে এবং এর নিরপদ উড্ডয়ন, ভ্রমণ ও ভূমিতে নেমে আসার ক্ষেত্রে কাজ করে। কাজেই বেজোস এবং ব্র্যানসন, কেউই সেরকম কোন দায়িত্ব পালন না করায়, তাদের এস্ট্রোনট বলা যাবে না বলে জানিয়েছে এফ.এ.এ।


দ. কোরিয়ার কোন গালিও দেয়া চলবে না উত্তর কোরিয়ায়

তালেবানের হাত থেকে ২৪ জেলা পুনরুদ্ধারের দাবি

কাছাকাছি আসা ঠেকাতে টোকিও অলিম্পিকে বিশেষ ব্যবস্থা


 গেলো ২১ জুলাই আরো তিনজন যাত্রী নিয়ে জেফ বেজোস মহাকাশে খুব স্বল্প সময়ের জন্য যাত্রা করেন।

এর কিছুদিন আগে একইরকমভাবে মহাকাশ ঘুরে এসেছেন স্যার রিচার্ড ব্র্যানসন। কিন্তু তারা শুধুমাত্র দর্শণার্থী হয়ে মহাকাশযানের যাত্রী ছিলেন। যে কারণে ২০০৪ সালে পর এফ.এ.এ তাদের নতুন উইং প্রোগ্রামে এই প্রথম নিয়মের পরিবর্তন করলো।  

news24bd.tv/আলী