ডিএনসিসি করোনা হাসপাতালে বাড়ানো হচ্ছে আরও ৫০০ বেড

ডিএনসিসি করোনা হাসপাতালে বাড়ানো হচ্ছে আরও ৫০০ বেড

অনলাইন ডেস্ক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মহাখালী মার্কেটে ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালে আরও ৫০০টি বেড বাড়ানো হচ্ছে। করোনা রোগীদের চাপ সামলাতেই বেড বাড়ানোরর উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্টরা।

ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালে অক্সিজেন সংকট না থাকায় বিভিন্ন হাসপাতাল থেকে রোগীরা এখানে ভিড় জমাচ্ছেন।

আজ শনিবার হাসপাতালে ৫১৩ জন রোগী ভর্তি হয়েছে।

এর মধ্যে আইসিইউতে রোগী ভর্তি রয়েছে প্রায় দুইশ জন।

সংশ্লিষ্টরা সূত্রে জানা যায়, জুলাইয়ে হাসপাতালে করোনা রোগীদের চাপ বেড়েছে। এ অবস্থা সামাল দিতেই হাসপাতালে নতুন করে আরও বেডের সংখ্যা বাড়ানোর কাজ চলছে। এক হাজার শয্যার এ হাসপাতালে পাঁচ শতাধিক আইসিইউ ও এইচডিইউ শয্যা রয়েছে।

হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, সারাদেশে করোনা সংক্রমণের হার বাড়ছে বলে আগের চেয়ে এখন হাসপাতালে রোগীদের চাপ কিছুটা বেড়েছে।


আরও পড়ুন

বাংলাদেশে আসছে ফেসবুকের বিকল্প সোশ্যাল মিডিয়া

লাশবাহী গাড়ির সঙ্গে ফিরছেন যাত্রীরা

২১ কোটি ডোজ ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে

আইসিইউ না পেয়ে ফিরে যেতে হচ্ছে করোনা রোগীদের


তিনি বলেন, ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালে অক্সিজেন সংকট নেই। আমাদের এখানে প্রচুর অক্সিজেন চালাচ্ছি এবং হাই ফ্লো, বাই ক্যাপ সি ক্যাপ, ভেন্টিলেটর এগুলো আমরা ইউজ করছি।

হাসপাতালটিতে যে ৫০০ জেনারেল বেড আছে, সেখানে রোগীরা অক্সিজেনের আওতায় নেই। সেগুলোতে সিলিন্ডারের ব্যবস্থা করা হবে। এছাড়া নতুন করে আরও ৫০০ বেড তৈরির কাজ শুরু হচ্ছে। যেগুলোতে সেন্ট্রাল অক্সিজেনের আওতায় থাকবে বলে জানান হাসপাতাল পরিচালক।

news24bd.tv/এমিজান্নাত