অদক্ষতা নয় চালকের সতর্কতার অভাবেই পদ্মাসেতুর পিলারে ধাক্কা: নৌ-সচিব

অদক্ষতা নয় চালকের সতর্কতার অভাবেই পদ্মাসেতুর পিলারে ধাক্কা: নৌ-সচিব

অনলাইন ডেস্ক

পদ্মা সেতুর পিলারে ধাক্কা লাগার ঘটনায় চালকের অদক্ষতা নয় সতর্কতার অভাব ছিলো বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।  

আজ সকালে রো রো ফেরি শাহ পরাণে অবস্থান করে পদ্মাসেতুর ১৭ নম্বর পিলার এলাকা পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

নৌসচিব বলেন, ‌‘সতর্ক থাকলে এ রকম দুর্ঘটনা এড়ানো যেত। ঘটনার দিন নদীতে যে রকম পরিস্থিতি ছিল, তার মধ্যে ফেরি চালাতে তারা অভ্যস্ত।

সতর্কতা অবলম্বন করার দরকার ছিল। ’

তিনি বলেন, চালকের অদক্ষতার কোনো সুযোগ নেই, কারণ তারা প্রশিক্ষিত। সতর্ক থাকলে   ঘটনাটি ঘটতো না।  

পরিদর্শনের সময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক ও বিআইডব্লিউটিসির পরিচালক (অর্থ) শাহীনুর রহমান ভূঁইয়া ও পদ্মা সেতু বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন দল জানায়, পদ্মাসেতুর পিলারের মাঝে পানির স্রোতের গতিবেগ পরিমাপ করা হচ্ছে। যে পিলারের ভেতর দিয়ে স্রোতের বেগ কম ও সুবিধাজনক হবে, সে দিক দিয়ে ফেরি চলাচলের নির্দেশনা দেওয়া হবে।

এছাড়া, আইন মেনে সতর্কতার সঙ্গে ফেরি চালানোর নির্দেশনাও দেন তারা।

আরও পড়ুন:


স্বাস্থ্যবিধি মেনে মাসব্যাপী আগস্টের কর্মসূচী ঘোষণা

জার্মানিতে বন্যায় প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশ

রেকর্ড গড়েই টোকিও অলিম্পিকের প্রথম সোনা জিতলেন চীনা তরুণী

বৃষ্টিপাতে ভারতের গোয়ায় ধস, ট্রেন লাইনচ্যুত (ভিডিও)


গতকাল শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া যাওয়ার পথে রো রো ফেরি শাহ জালাল পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা ৩৩টি যান একটি আরেকটির ওপর ধাক্কা দেয়। আহত হন ৩৫ জনের বেশি যাত্রী।

news24bd.tv নাজিম