বেজোস ও ব্র্যানসনকে নভোচারী বলা যাবে না: এফএএ

অনলাইন ডেস্ক

বিশ্বের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি জেফ বেজোস এবং আরেক মার্কিন ধনকুবের রিচার্ড ব্র্যানসন মহাকাশ ভ্রমণ করে এলেও, তাদেরকে নভোচারী বলা যাবে না।  

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় বিমান সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, নিয়ম অনুযায়ী একজন নভোচারী মহাকাশযানের একজন ক্রু হিসেবে এবং এর নিরপদ উড্ডয়ন, ভ্রমণ ও ভূমিতে নেমে আসার ক্ষেত্রে কাজ করে।  

কাজেই বেজোস এবং ব্র্যানসন, কেউই সেরকম কোন দায়িত্ব পালন না করায়, তাদের এস্ট্রোনট বলা যাবে না বলে জানিয়েছে এফএএ। গেলো ২১ জুলাই আরো তিনজন যাত্রী নিয়ে জেফ বেজোস মহাকাশে খুব স্বল্প সময়ের জন্য যাত্রা করেন।

 

আরও পড়ুন:


স্বাস্থ্যবিধি মেনে মাসব্যাপী আগস্টের কর্মসূচী ঘোষণা

জার্মানিতে বন্যায় প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশ

রেকর্ড গড়েই টোকিও অলিম্পিকের প্রথম সোনা জিতলেন চীনা তরুণী

বৃষ্টিপাতে ভারতের গোয়ায় ধস, ট্রেন লাইনচ্যুত (ভিডিও)


এর কিছুদিন আগে একইরকমভাবে মহাকাশ ঘুরে এসেছেন স্যার রিচার্ড ব্র্যানসন। কিন্তু তারা শুধুমাত্র দর্শনার্থী হয়ে মহাকাশযানের যাত্রী ছিলেন। যে কারণে ২০০৪ সালে পর এফএএ তাদের নতুন উইং প্রোগ্রামে এই প্রথম নিয়মের পরিবর্তন করলো।  

news24bd.tv নাজিম