লাশ কাটা ঘরের চাকরিতে দুই হাজার আবেদন

লাশ কাটা ঘরের চাকরিতে দুই হাজার আবেদন

অনলাইন ডেস্ক

হাসপাতালের লাশ কাটা ঘরে ‘ডোম’ হিসাবে চাকরি প্রত্যাশী আবেদনকারীদের মধ্যে অধিকাংশই উচ্চশিক্ষিত। ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন বিষয়ের স্মাতকোত্তররাও রয়েছেন ওই তালিকায়। কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ (এনআরএস) কর্তৃপক্ষ লাশ কাটা ঘরে ছয় জনকে ‘ডোম’ হিসাবে নিয়োগ করা হবে জানিয়ে বিজ্ঞাপন দিয়েছিল। সেই কাজ করতে চেয়ে কমপক্ষে দুই হাজার আবেদনপত্র জমা পড়েছে।

 


দ. কোরিয়ার কোন গালিও দেয়া চলবে না উত্তর কোরিয়ায়

তালেবানের হাত থেকে ২৪ জেলা পুনরুদ্ধারের দাবি

কাছাকাছি আসা ঠেকাতে টোকিও অলিম্পিকে বিশেষ ব্যবস্থা


 

‘ডোম’ পদের ছয়টি শূন্যদে ন্যূনতম যোগ্যতা চাওয়া হয় অষ্টম শ্রেণি পাশ। তা ছাড়া প্রার্থী ডোমের পরিবারের সঙ্গে যুক্ত হলে বা তার লাশঘরে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন বলেও জানিয়েছিলেন এনআরএস কর্তৃপক্ষ।  

প্রচুর স্মাতক এবং স্মাতকোত্তর ডিগ্রিধারী ওই কাজ করতে চেয়ে আবেদন করেছেন বলে জানিয়েছেন হাসপাতালের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্তাব্যক্তিরা।

news24bd.tv/আলী